Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Nusrat Jahan: যশের হাত ছাড়িয়ে এবার বলিউডের নায়কের প্রেমে ডুব নুসরতের!
Nusrat Jahan: যশের হাত ছাড়িয়ে এবার বলিউডের নায়কের প্রেমে ডুব নুসরতের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যশ দাশগুপ্তের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন চুপিসারে। এমনকী তাঁদের সন্তানের কথাও প্রকাশ্যে আনেননি প্রথমে। ব্যক্তিগত জীবন ক্রমশই প্রকাশ্যে আসার পর শুধু পর্দার বাইরে নয়, পর্দাতেও একের পর এক ছবিতে জুটি বাঁধেন তাঁরা। সবমিলিয়ে অন স্ক্রিন অফ স্ক্রিন তাঁদের প্রেমের পারদ উর্ধ্বে। সুপারহিট জুটি। এমতাবস্থায় যশের হাত ছাড়লেন নুসরত, এগোলেন আরও এক ধাপ। যশ নুসরতের মাঝে এলেন আরেক নায়ক। আর এবার তাঁর সঙ্গে রোমান্সে ডুব দেবেন প্রাক্তন সাংসদ। তিনি হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ…

Read More