Chiranjeet Chakraborty: ‘হৃদয় দুর্বল হলে সাবধান’! ট্রেলারেই ভয় ধরিয়ে দিল চিরঞ্জিতের ‘পর্ণশবরীর শাপ’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরমব্রত চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি একটি মাইথোলজিক্যাল হরর ছবি তৈরি করবেন কিন্তু নানা কারণে সেই ছবি হয়ে ওঠেনি তবে এবার এক নয়া সিরিজের হাত ধরেই সেই ইচ্ছা পূরণ হল অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের। সিরিজের নাম ‘পর্ণশবরীর শাপ’। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র পরিচালনায় এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। সম্প্রতি সামনে এসেছে সিরিজের ট্রেলার। উত্তর কলকাতার বসুবাটিতে লঞ্চ করা হয় ট্রেলার। শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, কপালে লাল তিলক, এভাবেই ‘ভাদুড়ি…