Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কন্যাসন্তানের পিতৃত্ব অস্বীকার, চাবুক মারার বিরল শাস্তি শোনাল পাক আদালত
কন্যাসন্তানের পিতৃত্ব অস্বীকার, চাবুক মারার বিরল শাস্তি শোনাল পাক আদালত

কলকাতা: স্ত্রী পরকীয়া লিপ্ত বলেই মনে করেন স্বামী। তাই সন্তানের পিতৃত্ব মানতে নারাজ হন তিনি। বিষয়টি গড়ায় আদালতের দোরগোড়া পর্যন্ত। কিন্তু মামলায় শেষ পর্যন্ত হেরে যান ওই ব্যক্তি। শুধু হেরে যান তাই নয়, এক অদ্ভুত সাজার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। আর সেই সাজার কথাই উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে।  চাবুক মারার বিরল শাস্তি আদালতের তরফে পিতৃত্ব মানতে নারাজ ছিলেন বলে চাবুক মারার শাস্তি দেওয়া হয় তাঁকে। যা এখনও পর্যন্ত একটি বিরল শাস্তি বলেই মনে করছেন ওয়াকিবহালমহল। প্রাক্তন স্ত্রী-এর সন্তানকে নিজের…

Read More