কে বেশি বাঙালি? পিকু না রানি? দীপিকা এবং আলিয়ার বাঙালিত্ব নিয়ে তরজা তুঙ্গে!
মুম্বই: দুই অবাঙালির বাঙালিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়া তুলকালাম! কে বেশি বাঙালি? এই নিয়ে তরজা শুরু হয়েছে চারদিকে। যেই মুহূর্তে করণ জোহার পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার মুক্তি পেয়েছে, আলিয়া ভাটের ভক্তদের সঙ্গে যুদ্ধ বেঁধেছে দীপিকা পাড়ুকোনের ভক্তদের। কেউ বলছেন, ‘পিকু’ বেশি বাঙালি, কেউ বলছেন, ‘রানি’ বেশি। আদপে বলিউডের দুই নায়িকার কেউই বাঙালি নন। কিন্তু তাঁরা দু’টি ছবিতে অভিনয় করেছেন যেখানে তাঁদের বাঙালি চরিত্রে দেখা গিয়েছে। প্রথমটি বাঙালি পরিচালক সুজিত সরকারের ‘পিকু’। যেখানে দীপিকাকে নামভূমিকায় অভিনয়…