ইউনূসের উপর ক্রমাগত চাপ ছিলই, ফেব্রুয়ারিতেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা বাংলাদেশে
ঢাকা : শেখ হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। এতদিন সেই সরকারই দেশ পরিচালনা করছে। যার নেতৃত্বে রয়েছেন মহম্মদ ইউনূস। তারপর থেকে বেশ কিছুদিন ধরে সেখানে নির্বাচিত সরকারের দাবি উঠছিল। এই পরিস্থিতিতে এবার নির্বাচনের ঘণ্টা বেজে গেল বাংলাদেশে। দিনক্ষণ ঘোষণা করে দিল সে দেশের কমিশন। আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ বাংলাদেশে নির্বাচন হতে চলেছে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যারা নির্বাচনে প্রতিযোগিতা করতে চান, তাঁদের সংসদীয় নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা…

