বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল, ভিয়েনায় বাতিল হল টেলর স্যুইফটের তিনটি কনসার্ট
অস্ট্রিয়া: বাতিল হয়ে গেল মার্কিন পপ তারকা টেলর স্যুইফটের তিনটি কনসার্ট। তাঁর ব্লকবাস্টার এরাস ট্যুরের ভিয়েনা লেগ-এর সময় জঙ্গি হামলার ছক কষছিল দুই সন্দেহভাজন। প্রশাসনের তরফে গ্রেফতারও করা হয়েছে তাদের। সেই কারণে অস্ট্রিয়ায় টেলর স্যুইফটের তিনটি কনসার্ট বাতিল করে দিল আয়োজকরা। আর এদিকে মার্কিন পপ তারকার কনসার্ট বাতিল করার সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন ভক্তরা। সেই সঙ্গে আরও একটা উদ্বেগ তৈরি হচ্ছে। কারণ এই বড় বড় কনসার্টগুলিকেই নিশানা করছেন সন্ত্রাসবাদী এবং উন্মত্ত হত্যাকারীরা। ফলে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠছেই। বৃহস্পতিবার…

