ISL Derby: ১১ জানুয়ারি হচ্ছে না আইএসএল ডার্বি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুবভারতীতে কি ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি হবে? বল এখন আয়োজকদের কোর্টে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, গঙ্গাসাগর মেলার কারণে ওই ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ঘটনাটি ঠিক কী? আর বেশি দেরি নেই। আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। সেই মেলার উপক্ষে মোতায়েন থাকবে প্রচুর পুলিস। তারউপর মুর্শিদাবাদ ও ক্যানিংয়ে ধরা পড়েছে জঙ্গি। ফলে গঙ্গাসাগরে এবার নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, মোতায়েন থাকবে ১৩…




