Bangladesh: বদলের বাংলাদেশে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া খাস জমির বরাদ্দ বাতিল!

Bangladesh: বদলের বাংলাদেশে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া খাস জমির বরাদ্দ বাতিল!

সেলিম রেজা, ঢাকা: কোন পথে বাংলাদেশ? দুই বাংলারই জনপ্রিয় সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ঢাকায় যে খাস জমি বরাদ্দ করেছিল হাসিনা সরকার, সেই জমি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। এই মর্মে নির্দেশিকা জারি করলেন ভূমি মন্ত্রণালয়।

নির্দেশিকায় উল্লেখ,সুরের ধারা’র চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় বন্দোবস্ত বাতিল করা হল। ভূমি মন্ত্রণালয় জানিয়েছেন, এই নির্দেশ কার্যকর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে  ঢাকার জেলা প্রশাসককে।

ঘটনাটি ঠিক কী? বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা। অভিযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রভাব খাটিয়ে ঢাকার ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন রামচন্দ্রপুর খালের জমিকে ভিটি জমি দেখিয়ে ৯৯ বছরের জন্য লিজ নেন রেজওয়ানা চৌধুরী বন্যা।  ওই জমিতে ‘সুরের ধারা’ নামে একটি প্রতিষ্ঠা গড়ে তোলেন। কবে? ১৯৯২ সালে।  ‘সুরের ধারা’র স্কুল পরিচালনার জমিটি লিজে নেওয়া হয়েছিল। স্কুলটির উদ্বোধন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রাক্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র মহম্মদ আতিকুল ইসলাম-সহ আরও অনেকে।

(Feed Source: zeenews.com)