ব্যস্ত রুটিন থেকে বেরিয়ে সময় দিন নিজেকে, যত্ন নিন প্রিয় ত্বকের
#কলকাতা: সারাদিন কাজের ফাঁকে নিজেকেই গুরুত্ব দিতে ভুলে যাচ্ছেন! তাহলে কিন্তু বড় ভুল করছেন৷ কাজ করাটা খুবই জরুরি, কিন্তু তার থেকেও জরুরি নিজেকে যত্নে রাখা৷ শরীর ভাল থাকলে ভাল থাকবে মন আর কাজে আরও ভাল মোটিভেশন করুন৷ তাই রুটিনমাফিক কাজে একটা পিরিয়ড দিন নিজেকেও৷ নিজের যত্ন নিন৷ আর্দ্রতার এই কম বেশি শুধুই আবহাওয়ার ব্যাপার নয়। এটা ত্বকের উপরেও প্রভাব ফেলে।আবহাওয়ার পরিবর্তন মুখের ত্বকে সবার প্রথম ধরা পড়ে। আর্দ্রতা বেশি থাকলে ঘাম হয়। এতে ত্বক তৈলাক্ত এবং আঠালো হয়ে ওঠে।…