ফেসবুকের পোস্ট ঘিরে বিতর্ক, ক্ষমা চাইতে হল লাকি আলিকে
Bollywood Updates: ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক। —ফাইল চিত্র। মুম্বই: হিন্দু আবেগে আঘাত হানার অভিযোগ। ক্ষমা চাইতে হল শিল্পী লাকি আলিকে (Lucky Ali)। ফেসবুকে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক। বিতর্ক শুরু হতে বিতর্কিত পোস্টটি মুছেও দেন শিল্পী। কিন্তু তাতেই বিতর্ক থামেনি। লাগাতার আক্রমণ, হুমকির মুখে পড়তে হয় শিল্পীকে। তার জেরেই শেষ মেশ ক্ষমা চেয়ে নিলেন তিনি। যদিও গোটা ঘটনা নিয়ে বাড়াবাড়িই হয়েছে বলে মত লাকির অনুরাগীদের (Bollywood Updates)। তবে সেই বিতর্কে যেতে নারাজ শিল্পী নিজে। দিন কয়েক আগের…