পেনশনবাবদ বিসিসিআইয়ের তরফে ধোনি, সচিনদের প্রতি মাসে কত টাকা করে দেওয়া হয়?
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে কোনও বড় সংস্থার মতোই প্রাক্তন কর্মচারী এক্ষেত্রে ক্রিকেটারদের অবসরের পর তাঁদের মাসিক পেনসন দেওয়া হয়ে থাকে। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকাকালীন, ২০২২ সালে এই পেনসনের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। বিসিসিআই এর তরফ থেকে অবসরপ্রাপ্ত ভারতীয় খেলোয়াড়দের প্রতি মাসে পেনশনের পরিমাণ কিন্তু তাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কি না, খেললেও কটি ম্যাচ খেলেছেন, তার ওপর ভিত্তি করে দেওয়া হয়। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় সচিন তেন্ডুলকরকে স্বাভাবিকাভাবেই পেনশেনভোগীদের তালিকায় একেবারে শীর্ষের সারিতে…

