শালিমার ছাড়তেই ফের হোঁচট খেল করমণ্ডল এক্সপ্রেস, কেন থমকাল সাঁতরাগাছিতে?
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঠিক পাঁচদিনের মাথায় যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস। তবে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস যাত্রা শুরুর দিনেই জোর হোঁচট খেল ট্রেনটি। বিভ্রাট দেখা দিল আবার ওই ট্রেনে। হাওড়া থেকে তখন আতঙ্ককে সঙ্গী করে ট্রেনে চেপেছেন যাত্রীরা। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতেই বাতানুকূল কামরার এসি খারাপ হয়ে গেল। আজ বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ৩টে ২০ মিনিটে। সেখানে ট্রেন ছাড়ে ৬ মিনিট দেরিতে। যাত্রীদের মধ্যে শুক্রবারের বিভীষিকাময় দুর্ঘটনার কথা চর্চা হয়েছে। এমন সময় ট্রেনের এসি বন্ধ হয়ে গেল!…