মহিলাদের মধ্যে বাড়ছে পরকীয়া! কেন? যা বলছে সমীক্ষা
সম্পর্কে বিকল্পের খোঁজ, কিংবা একঘেয়েমি হয়ে নতুন করে উল্লাসের খোঁজ, মানুষকে পরকীয়ায় দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন মহিলা। রিপোর্ট বলছে, ভারতে ১০ জনের মধ্যে ৭ জন মহিলা স্বামীর সঙ্গে প্রতারণা করেছেন। কারণ স্বামীর ঘরোয়া কাজে অংশ নেন না। বেশিরভাগ মহিলাই নিজের সম্পর্কে সুখী ছিলেন না, একঘেয়ে হয়ে গিয়েছিল সবটা। এমনই যুক্তি এসেছিল, সমীক্ষায় অংশ নেওয়া ৭৭ শতাংশ মহিলার তরফে। গত ২০১৯ সালে এক এক্সট্রা-ম্যারিটাল ডেটিং অ্যাপের সমীক্ষার ফলাফল ছিল এটি। বর্তমানে মহিলাদের পরকীয়ার জড়ানোর আসল…