যাত্রী স্বাচ্ছন্দ্যই শেষ কথা, ভিস্তারার কিছু উড়ানে চালু করা হল লাইভ টিভি
কলকাতা: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ করল বিমান সংস্থা ভিস্তারা। গত শনিবার অর্থাৎ ১ অক্টোবর থেকেই তাদের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বিমানগুলিতে লাইভ টিভি স্ট্রিমিং চালু করল সংস্থা। আর ভারতীয় উড়ানে এটাই প্রথম! আসলে এখনও পর্যন্ত দু’টি ড্রিমলাইনার রয়েছে ভিস্তারার হাতে। খুব শীঘ্রই তৃতীয় ড্রিমলাইনারটিও এসে যাবে সংস্থার কাছে। আর ভিস্তারার মুখপাত্র জানিয়েছেন যে, ভিস্তারাই প্রথম ভারতীয় উড়ান সংস্থা, যারা উড়ানে লাইভ টিভি-র সুবিধা দিচ্ছে। এই লাইভ টিভি স্ট্রিমিংয়ের জন্য দু’টি স্পোর্টস চ্যানেল এবং তিনটি খবরের চ্যানেল দেখতে পাবেন…