ঘড়াভর্তি মুদ্রার এক পিঠে রাজা, অন্য পিঠে শিব, মহেঞ্জোদারোয় উদ্ধার কুষাণ যুগের ‘গুপ্তধন’
লাহৌর: প্রাচীন বৌদ্ধ স্তূপে ‘গুপ্তধনে’র সন্ধান পেল পাকিস্তান। মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসাবশেষ যে জায়গায়, সেখান থেকেই উদ্ধার হল ওই গুপ্তধন। আজ থেকে নয় নয় করে ২০০০ হাজার বছর পুরনো বিরল তামার মুদ্রা ভর্তি ঘড়া উদ্ধার হল সেখানে। ওই বৌদ্ধ স্তূপের নির্মাণ হয়েছিল কুষাণ বংশের আমলে। সেই সময় ওই অঞ্চলে বৌদ্ধধর্মের প্রসার ঘটেছিল। (Treasure Discovered in Pakistan) পাকিস্তানের দক্ষিণ-পূর্বে, সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন ধ্বংসাবশেষ রয়েছে। খ্রিষ্টপূর্ব ২৬০০ নাগাদ ওই শহরটির নির্মাণ হয়েছিল বলে অনুমান ইতিহাসবিদদের। পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু…