মহাকাশে গিয়ে পাঁচটি পরীক্ষা চালাবেন গগনযাত্রী, গগনযান প্রসঙ্গে যা যা বলেছে ইসরো
নাসা এবং মার্কিন মহাকাশ সংস্থা অ্যাক্সিওমের সঙ্গে হাত মিলিয়ে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উদ্দেশ্যে আকাশে উড়বে গগনযান। যাতে চেপে মহাকাশ স্টেশনে যাবেন ইসরোর এক গগনযাত্রী, পৌঁছেই করবেন পাঁচ বিশেষ পরীক্ষা। এমনটাই জানিয়েছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। ঠিক কী কী বলেছেন এস সোমনাথ এই পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ভারত ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করে ফেলেছে। একটি অনলাইন আলাপচারিতার সময়, নাগরিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, সোমনাথ আরও বলেছেন, আমরা অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে সহযোগিতায় কিছু আন্তর্জাতিক পরীক্ষা-নিরীক্ষাও পরিচালনা করব, যা নিয়ে বর্তমানে…