মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দেবে, সঙ্গে সম্ভাব্য কারণও, AI Death Clock ঘিরে শোরগোল
‘জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে’, লোকসমাজে এমন প্রবাদ প্রচলিত রয়েছে। কিন্তু আসন্ন মৃত্যুর আভাস আগে থেকেই মিলতে পারে এবার। Artificial Intelligence (যন্ত্রমেধা) না কি সেই উপায় বের করেছে। বিশেষ ‘Death Clock’ আবিষ্কার করা হয়েছে, যা মৃত্যুর দিন ক্ষণ জানিয়ে দিতে পারে। এই মৃত্যু-ঘড়ি নিয়েই এখন উত্তাল গোটা বিশ্ব। www.death-clock.org নামের একটি ওয়েবসাইটও রয়েছে। যেখানে জন্মের তারিখ এবং কিছু তথ্য় দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুদিন জানিয়ে দেওয়া হয়। যন্ত্রমেধাকে কাজে লাগিয়েই নাকি হয় এই সব হিসেব-নিকেশ। শুধু দিন ক্ষণ জানানোই নয়, মৃত্যুর…