এক টিকিটেই হাওড়া থেকে গোটা কলকাতা, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা সামনে এল
অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা: লোকসভা নির্বাচনের আগে নতুন তিন রুটের মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে কলকাতা আসার গঙ্গার নিচের অংশও। সেই আবহেই হাওড়া থেকে কলকাতা আসতে মেট্রোয় কত ভাড়া পড়বে, তা জানা গেল। মেট্রোর তরফে বাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই হাওড়া থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভাড়ার বিবরণ রয়েছে।(Metro Fare Chart) আগামী ৬ মার্চ মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা গঙ্গার নিচে দিয়ে আসা নতুন মেট্রো লাইনের। পোশাকি নাম রাখা হয়েছে Green Line….