যাদবপুর দেখে শিখল বর্ধমান, র্যাগিং রুখতে বিরাট পদক্ষেপ হস্টেল কর্তৃপক্ষের
বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর জের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা ভাবে হস্টেল বণ্টনের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে নড়েচড়ে বসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। র্যাগিং রুখতে প্রতি হস্টেলে কড়া নজরদারি চালানো হবে। বহিরাগত রুখতে হস্টেলের প্রতিটি রুমের নাম্বারিং করার পাশাপাশি রুমগুলিতে কোন কোন ছাত্র থাকছে তাঁর তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা নোটিস বোর্ডে লাগানো হবে। সেই তালিকা হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে।…