পাকিস্তানের কুররাম জেলায় রকেট হামলায় এক সেনা নিহত, ৬ সন্ত্রাসী নিহত
ছবি সূত্র: ফাইল ফটো পাক সৈন্য পেশোয়ার: বৃহস্পতিবার পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতা-কবলিত কুর্রাম জেলায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী 35টি গাড়ির একটি কনভয়ের ওপর রকেট হামলায় একজন সেনা নিহত এবং ছয় ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হামলার পর, দুর্বৃত্তরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের সংঘাত-কবলিত জেলার বাগান বাজার এলাকায় পারাচিনারে ত্রাণ সামগ্রী বহনকারী কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়। নভেম্বর থেকে শিয়া ও সুন্নি উপজাতির মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহ ধরে এলাকায় রাস্তা অবরুদ্ধ থাকায় খাদ্যশস্য ও…










