Kharaj Mukherjee: ‘সন্মান নয় সম্মান! বানানটা ঠিক করতে হবে’ ভুল ধরিয়ে মহাবিপাকে খরাজ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেলার থেকেই শুরু বগলা মামার জাদু। টলিউড যখন থ্রিলারে আচ্ছন্ন তখনই যেন প্রাণখোলা হাসি নিয়ে স্ক্রিনে হাজির হতে চলেছেন বগলা মামা। মঙ্গলবার মুক্তি পেল ‘বগলা মামা যুগ যুগ জিও’-র(Bogla Mama Jug Jug Jio) ট্রেলার। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের(Dhrubo Bandopadhyay) ছবির ট্রেলার দেখেই যে কেউ বলবেন খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukherjee) যুগ যুগ জিও। তবে সেখানে বিপদের মুখে বগলা মামা কারণ তিনি সম্মান শব্দটির উচ্চারণের ভুল ধরিয়ে দিয়েছেন। আর তাতেই খেপে লাল ফেলু আচার্য। বাংলা সাহিত্যের আরও এক কাহিনি…