‘আমার ভাবতে লাগে ভয়, সিএএ বড় কষ্ট দেয়’, গান গেয়ে CAA-র প্রতিবাদ জানালেন রাজন্যা
সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। দেশজুড়ে সিএএ লাগু হতেই বিরোধিতায় সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। মঙ্গলবার হাবড়ার সভা থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার জানিয়েছেন, প্রাণ থাকতে বাংলায় তিনি ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। মুখ্যমন্ত্রী দাবি, বাংলার বৈধ নাগরিকরাও সিএএ-এর জন্য আবেদন করলে অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এবার সিএএ-র প্রতিবাদ জানালেন তৃণমূল যুব নেত্রী রাজন্যা হালদার। গান গেয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হলেন তিনি। সিএএ থেকে মণিপুর, সব ইস্যুতে গান বাঁধলেন রাজন্যা। তাঁর…