পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে?
পুরনো নিয়মেই নিয়োগের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আটটি রেলওয়ে সার্ভিসকে মিশিয়ে যে ‘ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস’ (IRMS) চালু করা হয়েছিল, তা থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে পুরনো মডেলেই ফিরে গেল। ২০১৯ সালের আগে যেভাবে দুটি আলাদা পরীক্ষার মাধ্যমে অফিসারদের নিয়োগ করা হত, সেভাবেই এই বছর থেকে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রাক-কোভিড মহামারীর সময়ের মতো সিভিল এবং ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা ফিরে আসছে। ইতিমধ্যে ‘সিভিস সার্ভিসেস এক্সাম’ (CSE) এবং ‘ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সাম’-র (ESE) মাধ্যমে রেলওয়ে অফিসারদের নিয়োগ করার সিদ্ধান্তে অনুমোদন…