৭ বারের ইউরোপা লিগজয়ীরা লা লিগায় অবনমনের আশঙ্কায়, ক্ষোভে প্র্যাক্টিস মাঠে ভাঙচুর
প্রায় ৮ দশক আগে একবার মাত্র লা লিগা চ্যাম্পিয়ন হয় সেভিয়া। তবে তারা ইউরোপা লিগে অত্যন্ত ধারাবাহিক। নয়-নয় করে মোট ৭ বার ইউরোপা লিগের খেতাব জিতেছে সেভিয়া। তবে চলতি মরশুমে লা লিগায় নিতান্ত করুণ হাল তাদের। শেষ ৮ ম্যাচে জয় নেই ক্লাবের। ঘরোয়া লিগে সেভিয়া শেষবার জয়ের মুখ দেখে ২ মাস আগে। ১০ মার্চ রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে জয় পায় তারা। এমন পরিস্থিতিতে শনিবার সেল্টা ভিগোর কাছে হেরে লা লিগায় অবনমনের আশঙ্কায় পড়েছে সেভিয়া। গোটা দ্বিতীয়ার্ধ প্রতিপক্ষ ১০ জনে খেললেও…