ইউরোপা লিগে বিদায় লিভারপুলের,সেমিতে রোমা-লেভারকুসেন,মার্সেইলি-অ্যাটালান্টা লড়াই
ইংলিশ প্রিমিয়র লিগে নিজেদের দোষেই পিছিয়ে পড়েছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে তাঁরা নেই। ছিল ইউরোপা লিগে। সেখান থেকেও বিদায় হয়ে গেল অ্যানফিল্ডের ক্লাব দলটির। ঘরের মাঠে প্রথম লেগে তিন গোল হজম করায় তখনই বোঝা গেছিল ঠিক কি অপেক্ষা করছে। কিন্তু অতীতে পিএসজি বা বার্সেলোনা যা করে দেখিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, যদি সেরকম কিছু একটা ইউরোপা লিগে ঘটাতে পারল লিভারপুল, তাহলে বিষয়টা অন্যরকম হলেও হতে পারত। কিন্তু সেসব কিছু হল না। ৩-০ হারের ব্যবধানের পাল্টা হিসেবে অ্যাটালান্টার ঘরের মাঠে গিয়ে তাঁদের ১-০…