প্রিমিয়র লিগে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ খেলানোর নজির গড়লেন রেবেকা ওয়েলচ
শুভব্রত মুখার্জি:- ২৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার প্রিমিয়র লিগে তৈরি হয়েছে এক নয়া ইতিহাস। প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করার নজির গড়লেন তিনি। প্রথম মহিলা হিসেবে ম্যাচ পরিচালনা করার নজির গড়লেন তিনি। ফুলহ্যাম বনাম বার্নলের বিরুদ্ধে ম্যাচ পরিচলনা করে রেকর্ড বইতে নাম লিখিয়েছেন রেবেকা ওয়েলচ। পাশাপাশি আরও একটি নজির তৈরি হয়েছে এদিন। প্রথম কৃষ্ণাঙ্গ রেফারি হিসেবে ১৫ বছর পরে ম্যাচ পরিচালনার নজির গড়তে স্যাম অ্যালিসন। শেষবার কৃষ্ণাঙ্গ রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেছিলেন উরিয়া রেনি। অ্যালিসন ২৬…