জল জমায় নরম হয়েছিল মাটি, চোখের নিমেষে ভেঙে পড়ল দোতলা বাড়ি! চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে
লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি, ধসে পড়ে দোতলা মাটির বাড়িঅতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি বিনপুর, ঝাড়গ্রাম, রাজু সিংঃ অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লেদাশাল গ্রামে। এখানে বসবাসকারী অধিকাংশ পরিবারেরই মাটির বাড়ি। লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি। যার জেরে ধসে পড়ে দোতলা মাটির বাড়ি। তবে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। বাড়ির লোকেদের কথায়, অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির…

