প্যাডেল করতে হবে না, এই সাইকেল ছুটবে ২৫ কিমি প্রতি ঘন্টা বেগে!
E-cycle- এই সাইকেল তৈরি করতে খরচ পড়েছে প্রায় ৩৫ হাজার টাকা। বাংলা সাইকেল এবং রেঞ্জার সাইকেলকে মডিফাই করে তৈরি হয়েছে এই সাইকেল। প্যাডেল না করলেও চলবে এই সাইকেল। ইলেকট্রনিক্স সাইকেল বাঁকুড়া: বাঁকুড়ার ইভি সাইকেল। অর্থাৎ ইলেকট্রিক সাইকেল। প্যাডেল না করলেও চলবে ই-সাইকেল। প্যাডেল করলেও চলবে। শরীর চর্চা করতে চান তাহলেও চালান এই সাইকেল। হাঁপিয়ে গেছেন, একটু ফুরফুরে হাওয়া খেতে খেতে নিজের গন্তব্যে যেতে চান? তা হলেও চালান এই সাইকেল। বাঁকুড়ার এক ব্যক্তি বানালেন ইভি সাইকেল। বাঁকুড়ার চঞ্চল সিং, সাধারণ…