বড়দিনের আগেই খ্রিস্টমাসে সেরা উপহার, প্রকাশ্যে এল সান্তা ক্লজের ‘আসল’ চেহারা!
সান্তা ক্লজকে কে না চেনে? কিন্তু, কেউ কি জানে, আসলে কে ছিলেন এই ‘সান্তা ক্লজ’? কেমন দেখতে ছিল তাঁকে? এই প্রথমবার সেই মানুষটিরই চেহারা প্রকাশ্যে এল! প্রায় ১,৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবার সামনে আনা হল তাঁর ‘আসল’ মুখমণ্ডল! যার নেপথ্যে রয়েছে বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণা এবং আধুনিক প্রযুক্তির কেরামতি! বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই অনুসারে, সেন্ট নিকোলাস অফ মাইরা, যাঁকে অনুসরণ করে সান্তা ক্লজের আবির্ভাব হয়েছিল বলে দাবি করা হয়, সেই ব্যক্তিরই খুলি থেকে যাবতীয়…