রাশিদ ও বিষ্ণুর শট মিস, টাইব্রেকারে সুপার কাপ ফাইনালে হার ইস্টবেঙ্গলের
Super Cup 2025 Final East Bengal vs FC Goa: লড়াই করেও হল না শেষ রক্ষা। ট্রফির মুখ দেখল না ইস্টবেঙ্গল। সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ৬-৫ ব্য়বধানে হারল অস্কার ব্রুজোর লাল-হলুদ ব্রিগেড। লড়াই করেও হল না শেষ রক্ষা। ট্রফির মুখ দেখল না ইস্টবেঙ্গল। সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হারল অস্কার ব্রুজোর লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। টাইব্রেকারে ইস্টবেঙ্গলের রাশিদ ও বিষ্ণু শট মিস করে। এদিন ম্যাচের শুরু…

