Super Cup 2025 Final East Bengal vs FC Goa: লড়াই করেও হল না শেষ রক্ষা। ট্রফির মুখ দেখল না ইস্টবেঙ্গল। সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ৬-৫ ব্য়বধানে হারল অস্কার ব্রুজোর লাল-হলুদ ব্রিগেড।
লড়াই করেও হল না শেষ রক্ষা। ট্রফির মুখ দেখল না ইস্টবেঙ্গল। সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হারল অস্কার ব্রুজোর লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। টাইব্রেকারে ইস্টবেঙ্গলের রাশিদ ও বিষ্ণু শট মিস করে।
এদিন ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি ফুটবল খেলে দুই দল। মাঝমাঠের দখল নিতে মরিয়া চেষ্টা চালাতে থাকে ইস্টবেঙ্গল ও গোয়া। রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টা করে দুই ফাইনালিস্ট। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু জালে বল জড়াতে ব্যর্থ হয়। গোলশূন্য শেষ হয় প্রথামার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের মুখ খোলার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে। ভাগ্য সাথ দেয়নি উভয় দলের। পরপর গোল করার ২ সুযোগ মিস করলেন বোরহা হেরেরা। দুরন্ত একটা পাস বাড়িয়েছিলেন বিপিন সিং। বলটা হেড দেন ইবুসুকি। কিন্তু, সেটা সোজা ঋত্বিকের হাতে জমা পড়ে। সহজ সুযোগ মিস করলেন ইস্টবেঙ্গলের জাপানি বোমা। পোস্টে লাগে দুই দলের আক্রমণ। একাধিক পরিবর্তন করেও গোলের মুখ খোলেনি। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় সমতাতে।
অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল সুযোগ পেয়েছিল জয়সূচক গোল করার, কিন্তু ফুটবল দেবতা সহায় হয়নি। অতিরিক্ত সময়ে সবথেকে সহজ সুযোগ পেয়েছিলেন সিভেরিও। কিন্তু দুরন্ত সেভ করেন প্রভসুখন গিল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথমে গোয়ার বোরহা মিস করে। সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। হামিদ মিস করায় ৫ শটের টাইব্রেকার শেষ হয় ৪-৪-এ। এরপর ষষ্ঠ শটে দুই দল গোল করে, কিন্তু সপ্তম শট মিস করে বিষ্ণু। গোল করে ফাইনাল জেতে গোয়া।
(Feed Source: news18.com)