ছিনতাই করতে এসে বৃদ্ধার কান ছিঁড়ে নিল দুষ্কৃতীরা, ভয়ঙ্কর কাণ্ড!
হুগলি: নববর্ষের দিন সকালে হাড়হিম করা ঘটনার সাক্ষী হুগলির হিন্দমোটর। সোনার কানের দুল ছিনতাই করতে এসে বৃদ্ধার কান কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হিন্দমোটরের তেঁতুলতলা এলাকায়। ঘটনার পর থেকে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন নাগরিকরা। স্থানীয় সুত্রে খবর, নববর্ষের দিন ভোরে বাড়ির সামনে ফুল তুলছিলেন বছর ৬৬-র কমলা সেন। হিন্দমোটর তেঁতুলতলা এলাকায় বাড়ি ওই বৃদ্ধার। ওই দিন ভোরে দুই দুষ্কৃতী বাইক নিয়ে আসে, মুখে গামছা বাঁধা ছিল তাদের। বৃ্দ্ধাকে পিছন থেকে…