এক সপ্তাহে একশো বার স্ট্রোক! বৃদ্ধকে বাঁচালেন চিকিৎসকরা, জানুন উপসর্গ
নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যে একশো বার স্ট্রোকে আক্রান্ত হলেন ৬৫ বছরের এক বৃদ্ধ৷ শেষ পর্যন্ত বৃদ্ধের প্রাণ বাঁচাতে মস্তিষ্কে অস্ত্রোপচার করলেন দিল্লির চিকিৎসকরা৷ যার ফলে নতুন করে আর স্ট্রোকে আক্রান্ত হননি ওই বৃদ্ধ৷ ইন্ট্রাক্র্যানিয়াল স্টেনটিংয়ের মাধ্যমে বৃদ্ধের মস্তিষ্কের ভিতরে থাকা ধমণীর ব্লকেজ সরাতেও সক্ষম হন চিকিৎসকরা৷ জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে একশো বারের বেশি ট্রানসিয়েন্ট ইসেমিক অ্যাটাক (টিআইএ) অথবা মিনি স্ট্রোকে আক্রান্ত হন ওই বৃদ্ধ৷ এর পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ গত প্রায় ৬ মাস ধরে ডান দিকের…