নতুন করে হামের প্রকোপ, একদশক পর প্রথম মৃত্যু, টিকার প্রতি অনীহাই কি দায়ী?
নয়াদিল্লি: ঋতু পরিবর্তনের সময় রোগভোগের প্রকোপ দেখা দেয়। কিন্তু সাধারণ ফ্লু নয়, আমেরিকায় এই মুহূর্তে হামের প্রকোপ দেখা দিয়েছে। একদশক পর আমেরিকায় হামের প্রত্যাবর্তন ঘটল। পশ্চিম টেক্সাসের গ্রামাঞ্চলে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়র জানিয়েছেন, হামের প্রকোপকে এই মুহূর্তে সবচেয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। (Measles Outbreak in US) হামের প্রকোপে পশ্চিম টেক্সাসে ইতিমধ্যেই এক শিশুর মৃত্যু হয়েছে। আগে থেকে হামের টিকা নেওয়া ছিল না তার। ১২০ জনের বেশি মানুষ সেখানে…