Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিয়ে করে পস্তাচ্ছেন দেব-যিশু!টুইস্ট নেচে প্রশ্ন তুললেন ‘হায় রে বিয়ে হল কেনে?’
বিয়ে করে পস্তাচ্ছেন দেব-যিশু!টুইস্ট নেচে প্রশ্ন তুললেন ‘হায় রে বিয়ে হল কেনে?’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে খাদান ছবির রাজার রাজা। আর সেখানে আবারও দেবকে পুরোনো, চেনা মেজাজে ফিরতে দেখে যারপরনাই খুশি হয়েছিল তাঁর অনুরাগীরা। এবার সেই উত্তেজনা যেন আরও বাড়িয়ে তুলল তাঁদের এই ছবির দ্বিতীয় গান হায় রে বিয়ে। খাদান ছবির দ্বিতীয় গান সম্পর্কে হায় রে বিয়ে গানটি আদ্যোপান্ত একটি বিয়ের, অনুষ্ঠানের গান। জমাটি, নাচের গানও বলা যায়। তবে কার বিয়েতে দেব, যিশু এবং তাঁদের দুজনের স্ত্রী অর্থাৎ বরখা বিস্ত এবং স্নেহা বসু নাচ করছেন সেটা ভিডিয়ো দেখে স্পষ্ট হল না।…

Read More