Prakash Raj: মোদী বিরোধিতার জেরে প্রকাশ রাজকে ED-র তলব? দক্ষিণী তারকার মুখে ‘খেলা হবে’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নানা প্রসঙ্গেই মোদী ও তাঁর সরকারের বিরোধিতা করে খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী তারকা(South Superstar) প্রকাশ রাজ(Prakash Raj)। এরই মাঝে ইডির(ED) সমন পেলেন অভিনেতা। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কী সরকারের বিরোধিতা করেই কোপের মুখে অভিনেতা? যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। তবে অবাক করা পোস্ট করেছেন অভিনেতা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ‘খেলা হবে’। যা মোদী সরকারের বিরোধিতায় প্রায়ই শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। মাস কয়েক আগে ‘চন্দ্রযান ৩’ চাঁদের মাটি ছোঁওয়ার সময়ও প্রকাশের…