Deadly Blast WATCH: প্রচণ্ড বিস্ফোরণে উড়ল রেস্তোরাঁ! ছিন্নভিন্ন যাত্রাীভরা আস্ত গাড়ি! আত্মঘাতী আক্রমণে রক্তাক্ত রাজধানীর অভিজাত এলাকা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল (Afghanistan’s Kabul)। শহরের শাহর-ই-নও (Shahr-e-Naw) এলাকার একটি রেস্তোরাঁ ছিল এই বিস্ফোরণের টার্গেট। আশ্চর্যের যে, এই শাহর-ই-নও’কেই কাবুলের সবচেয়ে নিরাপদ জায়গাগুলির একটি বলে মনে করা হত। সেখানেই এই ভয়ংকর বিস্ফোরণ (Deadly Blast)! কত মৃত্যু? সোমবারের এই ভয়াল বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্তত ২০ জন আহত হয়েছেন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। সোমবার বিকেলে হাসপাতালের কাছে শাহর-ই-নও এলাকায় এই বিস্ফোরণ ঘটে। কাবুলের সার্জিক্যাল সেন্টারে ২০ জনকে ভর্তি…
