২০২৪ জুড়ে যুদ্ধ হানাহানি, আরও বড় বিপর্যয় ২০২৫ সালে? বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী
নয়াদিল্লি: যুদ্ধ, হানাহানির সাক্ষী থেকেছে ২০২৪ সালও। আর দু’মাস বাকি ২০২৫ আসতে। নতুন বছরে কি পৃথিবীর অবস্থা পাল্টাবে? না কি আরও ধ্বংস অপেক্ষা করছে? এ নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস। আগামী বছর একাধিক অঘটন ঘটতে পারে বলে ধরা পড়েছে তাঁদের ভবিষ্যদ্বাণীতে। সেই সম্ভাব্য অঘটনের মধ্যে রয়েছে , ইউরোপ জুড়ে সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক বিপর্যয় থেকে ব্রিটেনের রাজা চার্লসের রাজত্বে সঙ্কট। (2025 Predictions) ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে…