Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পুরনো 2G রায়ে সংশোধন চেয়ে আদালতে কেন্দ্র; ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দিতে পদক্ষেপ, অভিযোগ
পুরনো 2G রায়ে সংশোধন চেয়ে আদালতে কেন্দ্র; ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দিতে পদক্ষেপ, অভিযোগ

নয়াদিল্লি: মনমোহন সিংহ নেতৃত্বাধীন দ্বিতীয় UPA সরকারের পতনের অন্যতম কারণ হিসেবে আজও ধরা হয় 2G Spectrum দুর্নীতিকে। অথচ আজ পর্যন্ত ওই মামলায় কেউ দোষী সাব্যস্ত হননি, বরং একে একে বেকসুর খালাস পেয়ে গিয়েছেন ৩৫ জন। 2G Spectrum দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে বিশেষ CBI আদালতই। সেখানে কোনও দুর্নীতিই ছিল না, শুধু অভিযোগ আনা হয়েছিল বলে মন্তব্য করে CBI আদালত। সেই 2G Spectrum দুর্নীতি মামলার রায় সংশোধনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রের নরেন্দ্র…

Read More