লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! ৩ বছর নয়, জুলাই থেকেই ৪ বছরের স্নাতকের ডিগ্রি
কলকাতা: রাজ্যে জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে ৪ বছরের স্নাতকের পাঠক্রম চালু হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ জুলাই থেকেই নয়া নিয়ম কার্যকর হবে। স্নাতক পাঠক্রম নিয়ে ইউজিসির সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার চিঠি পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে ইউজিসি নিয়ম মেনেই এই পাঠক্রম চালু করতে হবে। মোট ৩২ পাতার চিঠি পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দফতরের তরফে। স্নাতক স্তরের পাঠক্রমের কিভাবে রূপরেখা তৈরি করতে হবে তাই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইউজিসি। সেই অনুযায়ী পাঠক্রম তৈরি করতে হবে…