শুরু হল সমরেশ মজুমদারের কাহিনী অবলম্বনে নতুন ধারাবাহিক ‘চ্যাটার্জী বাড়ির মেয়েরা’
কলকাতা: আকাশ আটে শুরু হল, সমরেশ মজুমদারের কাহিনী অবলম্বনে নতুন ধারাবাহিক ‘চ্যাটার্জী বাড়ির মেয়েরা’। সমরেশ মজুমদারের লেখা ‘হিরে বসানো সোনার ফুল’ অবলম্বনে শুরু হল নতুন এই ধারাবাহিক। ১৮ নভেম্বর থেকে সোম থেকে শনি সন্ধে ৭টায় আকাশ আটে দেখা যাচ্ছে নতুন এই ধারাবাহিক। গল্প কিছুটা এই গতিতে এগোবে… দক্ষিণ কলকাতার শহরতলীতে থাকে রিটায়ার্ড সরকারী কর্মচারী সমরেশ চ্যাটার্জী। মধ্যবিত্ত মানুষের ছাপোষা সংসার। পরিবারের সদস্য বলতে স্ত্রী সন্ধ্যা, পুত্র সুবীর, পুত্রবধূ রঞ্জনা এবং কন্যা তিতির। রঞ্জনা নিতান্ত সাধারণ গৃহবধূ। একটু মুখচোরা, একটু…