ষাঁড়ের লড়াই দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ, হুড়মুড়িয়ে ভাঙল গ্যালারি
#বোগোটা: অন্তত ৬ জন এখনও অবধি মারা গেছেন এবং ২০০-র বেশিজন আহত হলেন এক মর্মান্তিক দুর্ঘটনায়৷ কলম্বিয়াতে বুল ফাইট বা ষাঁড়ের লড়াই অত্যন্ত জনপ্রিয়৷ সেখানই এক ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়৷ কলম্বিয়ার এল এস্পানিয়াল – এ বসেছিল বুল ফাইটের আসর৷ সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন৷ রবিবার সেখানেই হঠাৎ করেই কাঠের বানানো স্ট্যান্ড ভেঙে পড়ে৷ ঘটনাটি ঘটে বোগোটার দক্ষিণ পশ্চিমে ১০০ মাইল দূরে এই ঘটনাটি ঘটেছে৷ এবিসি নিউজে প্রকাশিত হয়েছে এই খবর৷ সেই সংবাদ মাধ্যমকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর দিয়েছে…