Bilateral Gynandromorphism: 'অর্ধনারীশ্বর' পাখি? এক দেহেই মেয়েপাখি ও পুরুষপাখির বিরল অস্তিত্ব…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ভাবনায় অর্ধনারীশ্বরের অস্তিস্ব রয়েছে। একই দেহে নারী ও পুরুষের অবস্থান। হরপার্বতীর মূর্তিতেও এই অর্ধনারীশ্বর ভাবনা মূর্ত হয়। জীবনানন্দের কবিতায় রয়েছে অর্ধনারীশ্বরের উল্লেখ। কিন্তু অর্ধনারীশ্বর পাখি! মানে, একই দেহে পুরুষপাখি ও নারীপাখির অস্তিত্ব! রীতিমতো বিরল এক ব্যাপার। সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে এই পাখির ছবি। আমেরিকার কলম্বিয়ায় মিলেছে এই পাখির খোঁজ। না, ঠিক সেই অর্থে মেয়ে-পাখি ছেলেপাখির মিলিত কোনও ধরন নয় এটা। বিরল ওই পাখিটির গায়ে রয়েছে দুরকম পালক। এর একদিকের পালকে মেল কালারস, অন্যদিকের…