Amazon Rainforest: ‘এখনই সাবধান না হলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব!’ আমাজন নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বলেছেন– আগে আমাজন বাঁচানোর বিষয়টি এত জরুরি ছিল না। গত জুলাই ছিল বিশ্বের উষ্ণতম মাস। এবার আমাদের একসঙ্গে কাজ করতেই হবে। না হলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব! কেন এ কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট? হঠাৎ করে বলেননি। আমাজনকে ঘিরে ছিল এক জরুরি বৈঠক। আট দেশের এক বৈঠক। বিশ্বের সবচেয়ে বড় রেনফরেস্ট আমাজনকে বাঁচানোর জন্য একজোট হয়েছে আট দেশ। ব্রাজিলে অনুষ্ঠিত ওই জোটের শীর্ষ সম্মেলনে ব্রাজিল ছাড়াও হাজির হল– বলিভিয়া,কলম্বিয়া, ইকুয়েডর,…