Accident: চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট মহিলা,ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়
ভয়াবহ দুর্ঘটনা চিংড়িঘাটায়। চলন্ত বাস থেকে নামতে গিয়ে ওই বাসের চাকাতেই পিষ্ট হয়ে মহিলার মৃত্যু। মৃতের নাম চিনু সাঁতরা। ওই মহিলা সুকান্তনগর এলাকার বাসিন্দা। মাঝবয়সী ওই মহিলার দেহটি রাস্তায় পড়ে ছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি মোকাবিলা করে। এদিকে মর্মান্তিক ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, চিংড়িঘাটা থেকে নিক্কো পার্কের দিকে যাওয়ার রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ পরে দেহটি তুলে হাসপাতালে নিয়ে যায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এস১২ রুটের বাসটি চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। সেই সময় বাস…