Baba Ramdev on Mamata Kulkarni: ‘যে কেউ সাধ্বী হচ্ছে, বাবা হচ্ছে, অতই সোজা’! মমতা সন্ন্যাস নিতেই রেগে লাল বাবা রামদেব…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার মহাকুম্ভে সন্ন্যাসিনী হলেন নব্বইয়ের সেনসেশনাল নায়িকা মমতা কুলকার্নি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শাহরুখ-সলমানের এই নায়িকা। মহাকুম্ভের কিন্নর আখড়াতে ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা। এদিন নিজের পিণ্ডদানও করেন তিনি। মমতার সন্ন্যাস গ্রহণ প্রসঙ্গে মুখ খুললেন রামদেব। সন্ন্যাস নেওয়ার পর নতুন নামও গ্রহণ করেছেন মমতা কুলকার্নি। এখন তাঁর নতুন নাম— শ্রীময়ী মমতা নন্দ গিরি। কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও…