অ্যাসিডিটি হলেই নিশ্চিন্তে যে ওষুধ খান তা নাকি ভুয়ো!জেলাতে হচ্ছিল সাপ্লাই,তারপর
#কলকাতা: আবার জাল ওষুধের চক্র ধরা পড়ল কলকাতার বাগরি মার্কেটে। দীর্ঘদিন ধরে মফস্বলের বিভিন্ন ওষুধ দোকানে নামি দামি কোম্পানির বিভিন্ন ধরণের জাল ওষুধ যাচ্ছিল।যেগুলো অর্ধেকেরও কম দামে বিক্রি করার প্রলোভন দিচ্ছিল একটা চক্র। এই ওষুধগুল মূলত ট্যাবলেট, ক্যাপসুল। সেই চক্রের খবর ড্রাগ কন্ট্রোলের কাছে আগেই পৌঁছেছিল।কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিটিং-এ বলেছিলেন জাল ওষুধ ছড়াচ্ছে। ১৭ জানুয়ারি রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ক্রেতার বেশে ক্যানিং স্ট্রিটের মেহতা বিল্ডিং এবং বাগরি মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে ঘুরে বেড়ান।তারপর…