Dhurandhar: জল্পনার অবসান! ‘মেজর মোহিত শর্মার বায়োপিক নয়…’ পরিচালকের বার্তা, তবে কার গল্প ‘ধুরন্ধর’ ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ধুরন্ধর’ ছবির ট্রেলারে যখনই দেখা গেল-অবিশ্বাস্য সত্য ঘটনা, তখনই নেটিজেনদের মধ্যে শুরু হয় জোরদার খোঁজ-খবর। অনেকেই ধরে নিলেন, এটি হয়তো দেশের অন্যতম সাহসী সেনা অফিসার, শহীদ মেজর মহিত শর্মার জীবনকে কেন্দ্র করেই তৈরি। ট্রেলারে আন্ডারকভার মিশনের ইঙ্গিত দেখে বহু দর্শক মনে করেন, রণবীর সিংয়ের চরিত্র সম্ভবত মেজর মহিত শর্মাকে নিয়েই। কারণ বাস্তবে মোহিত শর্মা পাকিস্তানে ‘ইফতিখার ভাট’ পরিচয়ে হিজবুল মুজাহিদীনে সফলভাবে অনুপ্রবেশ করেছিলেন, যা ভারতের অন্যতম সাহসিকতাপূর্ণ গোপন অভিযান হিসেবেই ধরা হয়। ২০০৯ সালে কুপওয়ারায়…

