এখনও নিখোঁজ শতাধিক, ধ্বংসস্তূপ চারিদিক, তার মধ্যেই ফের তীব্র ভূমিকম্প জাপানে
নয়াদিল্লি: ফের ভূমিকম্পে কাঁপল জাপান। মঙ্গলবার ফের মাটি কাঁপল জাপানের। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.০। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি। জাপানের মৌসম বিভাগ জানিয়েছে, জাপান উপকূলের সন্নিকটে, সমুদ্রের নিচ থেকে কম্পন ছড়িয়ে পড়ে। তার প্রভাব এসে পড়ে স্থলভূমিতেও। বছরের শুরুতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এই ভূমিকম্পের জেরেই। ফের তীব্র ভূমিকম্প অনুভূত হল সেদেশের। (Japan Earthquake) জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মূল দ্বীপের অন্তর্গত নিগাতা বন্দর এদিন তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় অনুযায়ী, বিকেল ৫টা বেজে…