বয়স কমাবে কেমিক্যাল ককটেল, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের দাবি ঘিরে আলোড়ন
বস্টন: ব্রহ্মানন্দ আচার্য্যের কথা মনে পড়ে? গুপি-বাঘাকে তিনটি মূল্যবান রত্ন চুরির পরিবর্তে যিনি বয়স কমানোর লোভ দেখিয়েছিলেন? সেটা ছিল ‘গুপি বাঘা ফিরে এলো’ ছবির কাহিনি। যদিও হার্ভার্ডের (Harvard Medical School) একদল গবেষক দাবি করছেন, বার্ধক্যের উলটপুরাণ ঘটানোর ‘দাওয়াই’ বের করে ফেলেছেন তাঁরা। সোজা কথায়, এমন ‘কেমিক্যাল ককটেল’ (Chemical Cocktail) বানিয়েছেন যেটা ওষুধের মতো করে নিলে কোষের বয়স কমানো যাবে। তাঁদের গবেষণায় বিস্তর হইচই বিজ্ঞানীমহলে। ‘Aging’ শীর্ষক জানালে দস্তুরমতো গবেষণাপত্রেও বের করে ফেলেছেন তাঁরা। তবে এখনই তাঁদের কথায় পুরোপুরি ভরসার…